প্রকাশিত: Tue, May 7, 2024 11:43 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:12 PM

সরকারি ক্রয় প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে না পারলে কৃষক বিপদে পড়বে

আরিফ জেবতিক : অনেক বছর পর এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই হাওরের বোরো ধান কাটা প্রায় শেষ হয়েছে। তাছাড়া সরকারি ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার ও রিপার সরবরাহটা এবার সম্ভবত বেশ বেড়েছে। শ্রমিক সংকটের কথা তেমন একটা শোনা যায়নি। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষকের এই ফসলের নায্যমূল্য নিশ্চিত করা। 

সরকারি ক্রয় প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে না পারলে কৃষক বিপদে পড়বে।  স্থানীয় সরকার দলীয় নেতারা এবার ‘কৃষকের ধান কাটি’ জাতীয় ফাত্রামি ফটো সেশন করতে পারেননি। তাঁরা যদি এখন সরকারি ক্রয় প্রক্রিয়াটা নিজ নিজ এলাকায় নজরদারি করেন এবং নিজেরা দুর্নীতির অংশ না হন, তাহলে সেটাই বরং কৃষকের সত্যিকারের উপকার করা হবে। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট